অভিমানী

অভিমানী

দেবাশীষ মল্লিক

অভিমানী আর কত দুঃখ দিবি ?
অভিমানে দূরে গিয়ে
আর কত প্রেম শেখাবি ?

জীবনের সময় বড় অল্প
তবুও যদি সব কিছু জেনে শুনে
আমাকেই ভুলে থাকিস
তবে কি করে আমার কাছে আসবি ?
আমায় ভালোবাসবি ?
তাই আর অভিমান নয়
কাছে আয় , ভালোবাসি ।

D.M –17-12-2015

Leave a Comment