আরও কিছু ভালো লাগে
দেবাশীষ মল্লিক
সমতায় ফেরেনা রোদ্দুর তবুও আলোর গান ভালো লাগে ,
ভালো লাগে রোদ্দুর , ভালো লাগে রোদ্দুরের রং ,
ভালো লাগে রোদ্দুরে উড়ে যাওয়া প্রজাপতি ,
তার রং দেখে মন আমার রঙে রঙে ভরে ওঠে ,
স্নিগ্ধ সে ডানায় স্বপ্নরা খেলা করে ,
খেলা করে এক অদ্ভূত মায়া মনের টানে ,
যেখানে নিজেকে বাঁধে ,
নিজেকে সাধে ,
আরও কিছু দিতে ,
আরও কিছু পেতে ,
যেখানে ভালোলাগা জেগে থাকে প্রকৃত প্রেমের স্পর্শে ,
যেখানে ভালোলাগা জেগে থাকে ইচ্ছে প্রেমের টানে ,
যেন ক্লান্তি নাই সেখানে ,
যেন সেখানে অনন্ত জীবন ,
যেন সেখানে পৃথিবীর সব সুখ ভীড় করে আছে।
আর সেই ভালোলাগাটুকু সম্বল করে আমি উড়ে যাই ,
যেখানে অনন্তের প্রেম মিশে থাকে সবুজ ঘাসের সাথে ,
যেখানে পৃথিবীর সব রং ভালোবাসার কথা বলে।
03-07-2018