ইচ্ছে করে
দেবাশীষ মল্লিক
জল শুধু ছুঁয়ে যায় আমাকে ,
আর আমি নিজের মধ্যে ভেঙ্গে ভেঙ্গে পড়ি
আর গলে মিশে যাই , সময়ের চোরা স্রোতে ।
এই মন , এই ভালোলাগা , এই জ্যোৎস্না থাকবেনা জানি
তবুও ভালোবাসার অপেক্ষা নিয়ে বসে থাকি তোমাকে পেতে ।
আমি চাই তুমি বৃষ্টির মতন আমাকে ভেজাও ,
আমাকে ভেজাও , আমাকে ভেজাও ,
আমি যে ভিজতে চাই , তোমার সাথে ,
আমি যে বড়ো ভিজতে চাই ভালোবাসাতে ।
কোথা আছো হে মেঘ , হে আলো , হে অপেক্ষা ,
আমার যে বড়ো ইচ্ছে করে বাঁচতে ।
আমার যে বড়ো ইচ্ছে করে ভালোবাসতে ।
03-07-2018