এবার বরং ফিরে এসো
দেবাশীষ মল্লিক
এবার ভাঙ্গুক আমাদের ঘুম
আবার জাগুক আমাদের বোঝা পড়া
ভুল তো জীবনে হয়ই
হতেই পারে , হয়ও –
তাই বলে দূরত্ব মেপে মেপে
এড়িয়ে চলা,
এগিয় চলা
তবে কি আমরা ভালোবাসিনি পরস্পরে
এত দিন
তবে যে সব
ভাবতে পারছি না ,
আর কিছু ভাবতে পারছি না
গলাটা ধরে আসছে
ভয় হচ্ছে আমার
তবে কি তোমাকে হারালাম
হারিয়ে ফেললাম
আর তুমিও আমাকে
প্লিজ এভাবে বেঁচে থাকা অসম্ভব
যদি চাও গাল দাও, বকাঝকা করো
সেও অনেক ভালো
এই যে নিরবতা
এই যে ঠান্ডা যুদ্ধ
এই যে সম্পর্ককে ঠান্ডা ঘরে
পাঠিয়ে দেয়ার ব্যবস্থা
এ আর সহ্য হয় না ।
ভুল কার , তোমার না আমার ?
যারই হোক না কেন
ক্ষতি তো সেই
আমাদের ভালোবাসা ।
এবার রবং এগিয়ে এসো
শুরু হোক পথ চলা
শুরু হোক কথা বলা ।
D.M –17-12-2015