কিছু কম পাওয়া নয়

” সৌন্দর্য বোধকে যারা অবহেলা করে এবং বেঁচে থাকে আমি তাদের ধন্যবাদ জানাই কারন সৌন্দর্য তোমাকে ভিখারী করবে বিনিময়ে ফিরিয়ে দেবে কেবল মাত্র যন্ত্রনা ।
ভালোলাগা বোধকে তুমি যত জাগিয়ে রাখরে তুমি ততোবেশী কষ্ট পাবে । জীবনে অনেক
কিছু পাওয়ার থাকে । পাওয়ার আছে । তাই বলে এক নাগারে কেবল দুঃখই সয়ে যেতে
হবে এ আমি অন্তত মেনে নিতে রাজী নই । তাই সৌন্দর্য পেতে চাই না । হোক কুত্‍সিত । তবু ভালো অন্তত যন্ত্রনাতো কিছুটা হলেও কম হবে । এটাওতো আমার কাছে কিছু কম পাওনা নয় । — দেবাশীষ মল্লিক “
7 Sep 2014

Leave a Comment