ততদূর বেঁচে থাকা

ততদূর বেঁচে থাকা

দেবাশীষ মল্লিক

আমি শব্দ কুহক
তুমি শব্দ দুহিতা
কবিতা আমাদের প্রেম
আর জ‍্যোৎস্না আমাদের ভালোবাসা ।
একই আকাশে প্রতিদিন আমাদের মিলন
একই বিন্দুতে আমাদের বেঁচে থাকা
আমরা আছি এবং থাকবো
পৃথিবীর গানে গানে
যত দূর মন আজ
ততদূর বেঁচে থাকা ।
17-03-2018

Leave a Comment