দাবি
দেবাশীষ মল্লিক
অল্প কিছু মেঘ যদি থাকে আর তাকে যদি তুমি ভাবো ঝড় ,
তাহলে তো আলো আসার পথটা পিচ্ছিল হবে ।
যদি ভাবো প্রয়োজন ফুরিয়ে গেছে
তাহলে কে ফিরতে পারে ?
এমনিতেই সময় বড়ো কম ,
তারপরে যদি সময় নষ্ট করো অবহেলা করে
তাহলে আলোর ঠিকানায় পৌঁছানো কি সহজ হবে ?
এখোনো সময় আছে , ভেবে দেখতে পারো ।
তবুও যদি মনে হয় প্রয়োজন নেই ,
তাহলে আলাদাই বরং ভালো ,
যে যার নিজের মতন করে ,
আর যদি ভাবো এখোনো সব শেষ হয়নি ,
এখোনো অনেক কিছু বাকি আছে ,
তাহলেই ফিরতে পারবো রোদ্দুর হয়ে ,
তোমার ভালোবাসার আকাশে ।
তাহলেই হবে ফেরা , তাহলেই যাবে ফেরা ,
ঝড় ঝাপটা সামলে তোমার স্নিগ্ধ বুকে ,
যেখানে আমার ভালোবাসার সব সুখ গচ্ছিত আছে ।
শুধু মাত্র আমি নই , তুমি সে সুন্দরের ভাগ পাবে ,
এবং তা পাবার অধিকার তোমার আছে ।
ভালোবাসা সেই সুখটুকু চায় ,
ভালোবাসা সেই সুখটুকু দাবি করে ।
03-07-2018