বল কার জন্য ?
দেবাশীষ মল্লিক
বল কার জন্য ,
আমার হৃদয় রক্তাক্ত করেছি বহূ বহূ বার,
বল কার জন্য ?
তোমাকে ভালোবাসি
সে কথা বলেছি অনেক
অনেক বার ;
হয়তো হাসি হাসি মুখ নয় আমার
মিথ্যাকে হাসি দিয়ে করতে জানিনা আড়াল ।
সে দোষ আমার ছিলো ।
অথচ তুমি বোঝোনি
বোঝোনি তা কোনো দিনও –
আসলে তা বুঝতে চাওনি কখনো ।
আর চাইবেই বা কেন
আমি তো মিথ্যে নই
অথবা মিথ্যার ।
আমার যা কিছু ছিলো
সব তোমাকে দিতে চেয়েছি
তা সে যত সামান্যই হোক না কেন ।
অথচ আমার সে কথা শুনে
তুমি কেবলি হেঁসেছো
আর আমাকে অবহেলা করে গেছো ।
আর সে অবহেলায় আমার হৃদয়
হয়েছে ক্ষত – বিক্ষত , রক্তাক্ত –
তবুও ভুল বুঝিনি,
ভুল বুঝতে পারিনি ।
অভিমান হয়েছে বহূবার
তবুও তোমাকে চেয়ে গেছি ।
আর তুমি সুখের জন্য
বিছিয়ে দিয়েছো তোমার শরীর
যে কেবল হাসি হাসি মুখ করে দিয়ে গেছে
মিথ্যের উপর মিথ্যে প্রোলোভোন
আর সে কেবল মিথ্যে আশা দিয়েই
তোমাকে করেছে ভোগ ।
আর যখন তোমাতে অরুচি হল
তখন ভুল দোষে তোমাকে বিদ্ধ করে
চলে গেছে সে অন্য কারও জন্য
যাকে তুমি বিশ্বাস করে গেছো
আর ভালোবেসেছো ।
আর আবারও তুমি সেই হাঁসি হাঁসি
মিষ্টি মিষ্টি কথা শুনে
অন্য কারও বুকে মাথা রেখেছো
আর নিজেকে সুখি করতে চেয়েছো
সেও সেই সুখপাখিটার মত
ভালোবাসার নামে
তোমার শরীর করেছে ভোগ ।
আর তার পর আবারও
সেই ঘটনারই পুনরাবির্ভাব
আর তুমি আজ –
না , থাক –
তোমাকে কিছু বলতে পারবোনা
তোমাকে আঘাত্ করা মানেই তো
আবার আমার হৃদয়েই রক্তক্ষরণ
তা আমি পারবোনা
সে যে আমারই ব্যর্থতারই কারণ
বল কার জন্য ?
D.M–07-04-2016