বৃষ্টি ভেজা মন
দেবাশীষ মল্লিক
বৃষ্টিতো সেভাবেই ধরা পড়ে , যে ভাবে ভিজে যায় মন ,
কখনো তা সুখে , আবার কখনো তা দুঃখে ,
যখন কাছে থাকে প্রিয়জন , তখন বৃষ্টি মানে আনন্দ ,
তখন বৃষ্টি মানে চোখে চোখে ছুঁয়ে ফেলা দৃষ্টি ,
আর চারপাশে খুশির ঢল , তখন অনুভবে শিহরন ।
আর যখন দূরে থাকে প্রিয়জন তখন মন খারাপের মন ,
তখন তার কথা মনে পড়ে সারাক্ষণ ।
সে মনে পড়াতেও ভালোবাসা জেগে ওঠে ,
ভিজে যায় মন , ভেসে যায় মন তার টানে ,
কেবলি বারে বার জানতে ইচ্ছে করে ,
সে আছে কেমন ।
25-06-2018