ভালোবাসার নদী

” দিন বদলের গানে গানে যদি ভালোবাসা নেমে না আসে তবে ভালোবাসা যায় না । ভালোবাসা এক নদীর মতন । যার যাওয়া আসা আছে । শুধু থেমে থাকা নেই । কখনো জোয়ার বাণে , আবার কখনো বা ভাটার টানে । শুধু সে থামতে জানে না । আর তার চঞ্চলতা কিছুতেই যেন বাঁধা মানে না । এরই নাম জীবন । এরই নাম কাছে আসা । এরই নাম যেন ভালোবাসা । যাতে শুকায় না ক্ষত , ফুরায় না আশা । কখনো থামে না সে সুর যে সুরে যাওয়া আসা । –দেবাশীষ মল্লিক “

D.M –17-12-2015

Leave a Comment