ভালোবাসা থাকবে
দেবাশীষ মল্লিক
কেউ এসে গোলাপ তুলে না ধরলেও
ভালোবাসা থাকবে ।
কেউ এসে হাত না বাড়ালেও
ভালোবাসা থাকবে ।
কেউ এসে নাম ধরে না ডাকলেও
ভালোবাসা থাকবে ।
কেউ হাসি হাসি মুখ করে না চাইলেও
ভালোবাসা থাকবে ।
কেউ এসে প্রেমে না পড়লেও
ভালোবাসা থাকবে ।
কেউ চোখে চোখ না রাখলেও
ভালোবাসা থাকবে ।
কেউ ভালো না থাকলেও
ভালোবাসা থাকবে ।
কেউ কথা না রাখলেও
ভালোবাসা থাকবে ।
ভালোবাসা মানুষের চিরন্তন প্রকৃতি
তাই ভালোবাসা থাকবে ।
11 – 09 – 2017