ভালো – মন্দ

ভালো – মন্দ

দেবাশীষ মল্লিক

ভালোর কোনো ব‍্যাখ‍্যা নেই –
অধিকাংশই কেবল মাত্র ভালো বলে থেমে যায় ।
আর যা মন্দ তার ব‍্যাখ‍্যার যেন শেষ নেই
যে খুব একটা ভালো নয়
সেও যেন মন্দের ব‍্যাখ‍্যা দিতে লেগে যায় ।

11 – 12 – 2017

Leave a Comment