” মাঝে মাঝে ইচ্ছে করে ভুলে যাই সব কিছু । এই যে জীবনের হাজারও পাওয়া না পাওয়া , এই যে ছোটো ছোটো ভুল , কিছুটা করে ফেলি আবার কিছুটা তার ঘটে যায় এমনিতেই এই সব নিয়ে যখন তাকিয়ে দেখি তখন দেখতে পাই আসলে আমার বলে কিছুই নেই । তবুও বাঁচার লোভ সামলাতে পারিনা বলে আবার বাঁচার জন্য ইচ্ছা প্রকশ করি আর বেঁচে থাকি । হয়তো বলতেই পারো এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাঁচার কোনো অর্থ নেই ।সে হতে পারে । তবু আমি বলি এটাই বাঁচার রুপ আর বেঁচে যে আছি সে আমি নিশ্চিত করে বলতে পারি । বেঁচে যদি না থাকতাম তাহলে নেই বলে এত দুঃখ হত না । আর হবে বলে এত আশা করার সাহস টুকুও বুকের মাঝে জুটতোনা । তাই বলি জীবন যে ভাবেই আছি না কেন তবুওতো আছি । হয়তো অর্থ নেই , সামর্থ নেই তবুও যে বাঁচার জন্য ইচ্ছা প্রকাশ করি সেই তো ঢের বেশী সুখ আমার নিজের কাছে । না আছো তুমি , তবু ক্ষতি কি , এ ভাবে যতদিন বাঁচি । –দেবাশীষ মল্লিক “
D.M–04-03-2016