যদি বলি

যদি বলি

দেবাশীষ মল্লিক

যদি বলি আমি আছি
তুমি কি জানবে না কি জানবে না
যদি বলি আমি আছি
তুমি কি মানবে না কি মানবে না ।
জানা মানা এক যে নয়
সে তো তোমার ও জানা
তবে কেন অজানায় নিজেকে লুকিয়ে রাখা
অথবা রাখতে চাওয়া
সে কি অভিমান না কি ভালোবাসা ?
কথা মানে কি শুধুই কথা
না কি কথা রাখা
এ মন আজও তা জানলোনা ।

08-01-2018

Leave a Comment