যুদ্ধ থামেনি আজও
” যুদ্ধ শেষ হয়নি আজও । আদিম কালে মানুষকে যুদ্ধ করতে হত বন্য পশুদের সাথে । আর এই আধুনিক যুগে এসে সে যুদ্ধের বদল ঘটেছে । এখন সবচেয়ে বেশী যুদ্ধ করতে হয় মানুষ রুপী পশুদের সাথে । যারা আজ ছড়িয়ে আছে আমাদেরই আশে পাশে মানুষেরই ছদ্ম বেশে । তাই যুদ্ধ শেষ হয়নি আজও । আগে শত্রু চেনা খুব সহজ ছিলো আর আজ প্রকৃত শত্রু নির্বাচন করা দুর্সাদ্ধ । কেননা তারা দেখতে অবিকল মানুষেরই মত । তাই যুদ্ধ থামেনি আজও । –দেবাশীষ মল্লিক “
D.M–24-03-2016