রুপ নয় গুণই শ্রেষ্ঠ

” যার রুপ আছে তার গুণ নেই , যার গুণ আছে তার রুপ নেই । রুপ আছে আবার গুণ ও আছে এমন মানুষ বিরল । রুপ প্রথমে বাড়ে তার পরে একটা স্তরে এসে কমতে থাকে । আর গুণ সে দিন দিন শুধু বাড়ে আর বেড়ে চলে । রুপ ধরা পড়ে চোখের নজরে আর গুণ ধরা পড়ে কাজে । রুপ ধরতে সময় লাগেনা , কিন্তু গুণ ধরতে হলে তার কাছে জেতে হয় , তার কাজ দেখতে হয় তার পরে ধরা পড়া । আমরা সাধারণ ত প্রথমটাতেই বেশি অভ‍্যস্ত হয়ে পড়ি । আর যখন তা করি তখন বেশ লাগে । কিন্তু ধীরে ধীরে তার পরে আগ্রহ কমতে শুরু করে । যার ফলে ব‍্যবধান বেড়ে ওঠার সম্ভাবনাই প্রবল হয়ে পড়ে । তার পরেও যেটুকু যা পড়ে থাকে সে কেবল কর্তব‍্যের দায়ে । সে দায় যারা মেনে নিতে পারে তারা একসাথে থাকে । আর যারা পারেনা তারা আলাদা হয়ে পড়ে । আর অন্য দিকে যারা গুণের পূজারী তারা যেহেতু গুণের পূজো করে তাই তাদের মধ‍্যে সদভাবের জায়গাটা চিরদিন খোলা থাকে । রুপ নয় গুণই শ্রেষ্ঠ ।–দেবাশীষ মল্লিক “

06 – 09 – 2017

Leave a Comment