সেই বরং ভালো

সেই বরং ভালো

দেবাশীষ মল্লিক

তোমাকে প্রতি দিন ভালোবাসবো না
ভালোবাসবো মাঝে মাঝে দু এক দিন ।
প্রতিদিন ভালোবাসলে
ভালোবাসার আদর থাকে না ।
কোনো কিছুরই কদর থাকে না ।
সব কিছু কেমন যেন
একঘেয়ে হয়ে যায়
আর এই যাওয়াটাতেই
আমি যেতে চাই না ।
আমি চাই ভালোবাসা আমাদের মধ্যে
বাঁচুক আর বেড়ে উঠুক
বেড়ে উঠুক আর বাঁচুক ।
জীবনতো অনেক দিন
জীবনতো অনেক দিনের
সব কিছুকে এমন ভাবে
এক ঘেয়েমি করে তুললে
বাঁচবো কি ভাবে বল ?
বাঁচবে কিভাবে ভালোবাসা
বাঁচাবো কিভাবে এই বেঁচে থাকা
বেঁচে থাকার ইচ্ছা ?
তার চেয়ে বরং
মাঝে মাঝেই ভালোবাসবো
বাঁচাবো জীবন, জাগাবো আশা
আর
বাড়াবো ভালোবাসা ।
সেই বরং ভালো
মাঝে মাঝে কাছে আসা
আর
মাঝে মাঝে ভালোবাসা ।

D.M –17-12-2015

Leave a Comment