” এক এক সমাজে এক এক ধরনের অনুশাসন । কিন্তু যখন দেশের অনুশাসনের প্রসঙ্গ আসে তখন যদি সবাই সেই অনুশাসনের পথকে মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই মতন চলে তাহলে তা দেশের পক্ষে মঙ্গলজনক যা দেশকে শক্তিশালী করে গড়ে । আর যখন এর বিভিন্নতা ঘটে তখন দেশ দুর্বল হয়ে পড়ে । দেশের মানুষ যদি দুর্বল মানসিকতার শিকার হয় , বিচ্ছিন্ন সামাজিক অনুশাসনের কারণে তবে তা দেশের জন্য বিপদের কারণ হয়ে পড়ে । এই ধরনের সামাজিক বিভেদ ঘোচাবার জন্যে চাই সাহস এবং সদিচ্ছা যা প্রকৃত পক্ষে দেশকে , দেশের মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে আসতে পারে ।– দেবাশীষ মল্লিক “
13-08-2018