অসহায় মানবতা
দেবাশীষ মল্লিক
” কেবল মাত্র পোশাক পড়লেই মানুষ মানুষ হয়ে ওঠে না । মানুষকে জন্মাবার পরে মানুষ হওয়া শিখতে হয় ।অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে তার প্রয়োজন পড়ে না । মানুষ হতে গেলে তার মধ্যে মনুষত্ব থাকতে হয় । মানুষকে মানুষ হতে গেলে মনুষত্ব অর্জন করে নিতে হয় । আর তার জন্যে অন্যান্য প্রাণীদের থেকে মানুষের কাজ অনেক , দ্বায়িত্ব অনেক , কর্তব্যবোধ অনেক । কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ তা অর্জন করতে পারেনা । যার ফলে মানুষ মানুষ হয়ে জন্মাবার পরেও পশু হয়ে থেকে যায় । জ্ঞান , বিচার বুদ্ধি বিবেচনা অন্যান্য প্রাণীদের মধ্যেও লক্ষ্য করা যায় । মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে প্রধান যে পার্থক্য লক্ষ্য করা যায় সে হল মানুষ পোশাক পড়ে , অন্যান্য প্রাণীরা পড়েনা । মানুষের পোশাকের দরকার হয় , নিজেকে ঢাকতে , কিন্ত এ কথা বললে বোধ হয় ভুল হয় না মানুষের পোশাকের দরকার হয় নিজের মধ্যে কার পশুত্যকে লুকাতে । পশুরা হিংস্র সে আমরা সবাই জানি , আর তা জানি বলেই তাদের থেকে সতর্ক থাকতে পারি । কিন্তু মানুষ রুপী পশুদেরকে বাইরে থেকে চেনা যায় না । আর তাই মানুষেরাই মানুষ রুপী পশুদের হাত থেকে অধিকাংশ সময় নিজেকে বাঁচাতে পারেনা । আমার তো মনে হয় , মানুষ রুপী পশুদের থেকে হিংস্র আর কোনো পশু নাই । আর অন্যান্য পশুরা কখনো শখের বসে অন্য পশুদেরকে অত্যাচার বা হত্যা করেনা । অথচ মানুষ রুপী পশুগুলো অধিকাংশ সময় সখের বসেই অন্যান্যদের ওপর অত্যাচার করে । আর তাদের অত্যাচার এমনই হিংস্র আর বর্বর যে তা পশুকেও হার মানায় । আর সেই বর্বর পশুগুলো এমন ভাবে নিজেকে সাজ পোশাকের আড়ালে লুকিয়ে রাখে যে বাইরে থেকে দেখে তার কিছুই টের পাওয়া যায় না । মানুষ সভ্য হয়েছে , পোশাক পড়তে শিখেছে আর তার সাথে সাথে পোশাকের আড়ালে নিজের হিংস্রতার জঘন্নতম প্রবৃত্তিটাকেও লুকাতে শিখেছে । আর সেই কারনেই বোধ হয় মানুষ সব চাইতে বুদ্ধি মান ।
প্রশ্ন আসতে পারে সব মানুষ ই কি পশুর সমান , অথবা পশুর চাইতেও ভয়ঙ্কর । নিশ্চই নয় । কিন্তু পোশাক পরিহিত কে যে মানুষ আর কে যে মানুষ নয় বোঝা বড়ো দায় । আর তাই মানুষ অনেক অনেক কিছুতে অগ্রগতি করা সত্তেও , মানুষ আজও মানুষের কাছে সব চাইতে বড়ো অসহায় । আর সে অসহায়তা দিন দিন প্রবল থেকে প্রবলতর হয়ে মনুষত্বকে আজও ধ্বংস করে চলেছে । যার থেকে মুক্তি পাওয়ার পথটা আজও মানুষ জানেনা । মানুষ যতই মঙ্গল গ্রহে যাক , মঙ্গল গ্রহে বিজয় পাক , কিন্তু মানুষের মধ্যে থেকে এই যে পশুত্ব এর থেকে মুক্তি পাবার মতন ক্ষমতা মানুষ অর্জন করতে পারেনি আজও । ভবিষ্যতেও বোধ হয় পারবেনা । আর তাই মানুষ মানুষের কাছে আজও বড়োই অসহায় । –দেবাশীষ মল্লিক “
10-10-2018