” আধুনিকতা সর্বস্ব জীবনে , জীবনের মূল্যবোধ দিন দিন সংকির্ণ থেকে সংকির্ণতম হয়ে যাচ্ছে । মানুষ দিন দিন নেশায় মশগুল । কারো অর্থের নেশা , কারো স্বার্থের নেশা , কারো প্রভাব প্রতিপত্তির নেশা , আবার কারো বা ক্ষমতার নেশা । আর এই নেশায় সে এতটাই মশগুল যে কেবল মাত্র নিজের ছাড়া অন্য আরো কারো দিকে তার নজর নেই । এ আমরা চলেছি কোথায় ? কি মোক্ষম উদ্দেশ্যে , স্বার্থ ছাড়া কেই কাউকে ভালোবাসেনা , স্বার্থ ছাড়া কেউ কারো খবর রাখেনা । কেবল মাত্র নিজের কাজটুকু মেটাতেই সবাই মশগুল , আর এতটাই মশগুল যে মানুষ তার কর্তব্য ভুলে গেছে । ভুলে গেছে ভালোবাসতে । ভালোবাসা হীন একটা পৃথিবীতে বাস করছি আমরা । কেবল স্বার্থ , দ্বন্দ্ব আর আঘাত ছাড়া কিছুই মেলেনা । কেন ? কি আমাদের উদ্দেশ্য , কোথায় আমাদের লক্ষ্য , আর এ সবের দ্বারা আমরা কি পাবো ? কোন ভালো কাজ হচ্ছে আমাদের দ্বারা ? কি করছি , কেন করছি , এসব কথা ভাবলে সবার একই খেয়াল , আরও চাই , আরও পেতে হবে , আরও এগিয়ে যেতে হবে । কিন্তু যে আধুনিকতার বড়াই আমরা করছি তা যে কত ভয়াবহ হচ্ছে তা আমরা খেয়াল করছি না । সামান্য ব্যবধানে বসবাস করেও আমরা কেউ কাউকে চিনিনা , কেউ কারো নামটুকু পর্যন্ত জানিনা । জানিনা , কেননা জানতে চাইনা , সময় নেই । আর তার চাইতেও বড়ো যে বিষয়টা হল জানতে চাইনা । জেনে কি হবে , জেনে কি লাভ ? এই মানসিকতাই আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । আর সে ধ্বংসের প্রভাব এতটাই ভয়াবহ যা মানুষকে একটি যন্ত্রে পরিনত করছে । আর এই যন্ত্র সভ্যতার যুগে দাঁড়িয়ে আমরা সবাই একটা বিষয়ে , একটা সময় বা স্তর পরে ভালোবাসা এবং নিরাপত্তাহীনতায় ভুগছি । ভুগছি কারণ , জীবনের সব কিছু করেও , আসল বিষয়টাকে কেউ কিছু করিনা । আর সে না করার ফল সবাইকেই পেতে হয় । আমাদের সেই নির্বুদ্ধিতা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় , আর আমরা তিল তিল করে মৃত্যুর জন্য অপেক্ষা করি । আর মানুষকে ভালো না বাসতে পারার আক্ষেপ নিয়ে মরি । আজ হয়তো কথাগুলো তোমার কাছে অর্থহীন বলে মনে হবে , কিন্তু একদিন তুমিই জানবে বিষয়টা কতোটা সত্যি । সেই দিন আপশোষ হবে জানি , তবুও আজ কিছু করবেনা । করবেনা কারণ আজ তুমি যন্ত্র সভ্যতায় মশগুলো । এতো এতো চাকচিক্যতায় এতটাই মশগুল সত্যিটা সামনে থাকলেও তুমি দেখতে পাবেনা ঠিক । যন্ত্র সভ্যতা স্বাচ্ছন্দ এনে দিয়েছে ঠিকই , কিন্তু তার বদলে কেড়ে নিয়েছে জীবনের অমূল্য সম্পদ ভালোবাসাকেই । আর ধ্বংস করছে মানবতাকেই । — দেবাশীষ মল্লিক “
12 – 08 – 2018