আমার একলা থাকা রাত

আমার একলা থাকা রাত

রাতগুলো আমার কাছে ভীষণ রকম শুন‍্য আর অসহ‍্য । দিনের ব‍্যস্ততা ভরা সময় গুলো পার হয়ে যায় কিন্তু রাত এসে বড় অস্থির করে তোলে । চারিদিক এখন ভীষণ নিস্তব্ধ । মনে হয় পৃথিবীর কোথাও প্রাণ নেই । আর এরই মধ‍্যে আমি একা জেগে আছি । সবাই কতনা শান্তি নিয়ে ঘুমিয়ে আছে ; আর আমি আজ ও ঘুমের কাছে ক্লান্ত । কি যে করি আর কিছুই ভালো লাগছে না । কোনো কিছুই আর ভালো লাগাতে পারছি না । কেন যে এভাবে একা একা বেঁচে আছি শুন‍্য আর রিক্ত হয়ে ! এফ .বি টা আর কোনো মতে ভালো লাগাতে পারছি না । জীবনের কত কাজ বাকি আছে অথচ আমি দিন দিন কিছুই করতে পারছি না । কোনো কাজ করতে পারছি না । এ জীবন আমার কাছে অর্থহীন আর নিঃস্ব । কতদিন এভাবে চুপ করে থাকা যায় , কতদিন ? আমি কিচ্ছু জানি না । কাজ হীন এই আমি একা । আমার একলা হওয়া রাত । আমার একলা জাগা রাত ।

Leave a Comment