আলো
দেবাশীষ মল্লিক
কেবল আমিই সঠিক আর সব ভুল
এমনটা ভাবার কোনো মানে নেই
আমি যেমন সঠিক হতে পারি
তেমনি তুমিও সঠিক হতে পারো ।
আলোর প্রকাশ ভঙ্গি নানা হতে পারে
কিন্তু সব আলোই সূর্যের উপস্থিতি
হয়তো কখনো কখনো সে প্রত্যক্ষে নেই
কিন্তু সে আছেই
আর সে আছে বলেই পৃথিবীতে প্রাণ বাঁচে
আর আমাদের মন বাঁচে সত্য আর বিশ্বাসের আলোতেই ।
17-02-2018