” মনের মধ্যে ইচ্ছাকে সাজাও । ইচ্ছে ছাড়া সুখ কোথায় । ভাবনাতেই অনেক সুখ । আর ভাবনা যখন সফল হয় তখন সেই সুখটাই বড়ো হয়ে ওঠে আর মন তার অবস্থান খুঁজে পায় ।
যে অবস্থানে সুখ আসে আর শান্তি বজায় থাকে জীবনের সেই তো উত্তম পথ । উত্তম পথের পথিক হতে পারা মানে জীবনে কিছুটা হলেও এগিয়ে থাকা , কিছুটা হলেও নিজেকে এগিয়ে রাখা । আর এগিয়ে রাখতে পারাটাই তো মানুষের কাজ ।– দেবাশীষ মল্লিক “
30-07-2018