উদাসীনতার পথের বাঁকে দাঁড়িয়ে

দেবাশীষ মল্লিক

উদাসীনতার পথের বাকে দাঁড়িয়ে যদি ভাবতে থাকো কি হবে

তাহলে বলি , তুমি বরং ভালোবাসো

ভালোবাসার চাইতে মহৎ কোনো কাজ নেই

হয়তো বাধা আসবে ,

হয়তো মন খারাপ হবে ,

হয়তো সাময়িক দুঃখ পাবে ,

হয়তো মন থেমে যেতে চাইবে

তবুও বলবো তুমি ভালোবাসো

ভালোবাসা হল ইচ্ছে মনের নির্যাস

তার সাথে নিজেকে সম্পূর্ন ভাবো

দেখবে ভালোবাসার আনন্দ পাবে

হয়তো বা ভাবছো ভালোবাসার আনন্দ সে আবার কেমন,

আছে গো আছে

ভালোবাসার মধ‍্যে নির্মল এক আনন্দ আছে । তাকে জানতে শেখো , বুঝতে শেখো , তাহলেই তাকে লাভ করতে পারবে

আর তা লাভ করতে পারলে আর কোনো দুঃখ থাকবেনা

আর এ জীবন ভালোবাসার হবে ।

14-04-2018

Leave a Comment