উন্নতি বড়ই ক্ষণস্থায়ী

” সামাজিকতা অনুসারে কিছু ব‍্যবস্থা অবশ‍্যই গড়ে উঠতে পারে । কিন্তু সেই ব‍্যবস্থার সাথে সাথে যদি দেশজ ব‍্যবস্থার মিলন ঘটে এবং একে অন‍্যকে সম্পূর্ণ করে তখন দেশের প্রকৃত উন্নতি ঘটে । কেবল মাত্র আর্থিক ব‍্যবস্থার প্রসারণ ঘটিয়েই যদি ভাবি উন্নতি লাভ করেছি , তবে সেই উন্নতি বড়ই ক্ষণস্থায়ী হয়ে দেখা দেবে । সামাজিক ব‍্যবস্থার উন্নতিই প্রকৃত উন্নতির পথ , অর্থ ব‍্যবস্থা তাকে সম্পূর্ণতার রুপ দেবার সহায়ক । — দেবাশীষ মল্লিক “

13-08-2018

Leave a Comment