কখনো থমকে যাবে না

” তুমি ভালোবাসো আর নাই বাসো জীবন কখনো থমকে যাবে না। হয়তো সাময়িক কিছু সময় খুব খারাপ লাগবে, কোনো কিছুতে মন বসবে না। বুকের মধ্যে হাহাকার করবে। সব সময় অস্থির লাগবে। নিজেকে খুব অসহায় লাগবে। জীবনের এই বেঁচে থাকাটা অর্থহীন এবং নিরর্থক বলে মনে হবে। এভাবেই একদিন একটু একটু করে ধীরে ধীরে আবার সব কিছু সহজ হতে শুরু করবে। আর আবার জীবন সেজে উঠবে নতুন করে নতুন ভাবে। এভাবেই জীবন চলে। এভাবেই জীবনের পথ ধরে সবাই হাটে। হাটতে হয়। বাঁচতে হয়। — দেবাশীষ মল্লিক “
09 – 08 – 2024

Leave a Comment