কথকতা
দেবাশীষ মল্লিক
কথা এনে দেয় সুখ
কথা এনে দেয় শান্তি
আর সেই শান্তির সাথে সাথে
ভালোবাসার সুস্থ স্বাভাবিক বিকাশ হয় ।
ভালো তো অনেকেই বাসে
ভালোবাসা অনেকরই হয়
কিন্তু সে বাসার মধ্যে যদি কথা না থাকে
কথা বলা না যায়
তাহলে ভালোবাসার জায়গা কোথায় ?
একটা ভালোকথা যেমন আনেক দিন মনে থাকে
তেমনি একটি খারাপ কথাও মনে গেঁথে থাকে ।
মন্দ কথায় নয়
ভালোকথায় ভালোবাসা হয় ।
22 – 09 – 2017