” কি নিয়ে বিরোধ , কার সাথে ভাগাভাগি ? সীমান্ত , ধর্ম , না কি জাত পাত ? এত হিংসা , অত্যাচার , এত মতবাদ , এতে কি এমন আসে যায় ? মানুষের পৃথিবীতে সবাই মানুষ । মানুষকে ভালোবেসে দ্যাখো , মানুষের ভালোবাসা পাবে । মানবতাইতো মানুষের ধর্ম । তাকে আশ্রয় করো । আর বাঁচতে শেখো । কাউকে মেরে নয় , কারো ধর্ম কেড়ে নয় , সবাই সবার ধর্ম বাঁচিয়ে । তাহলেই মানবতা বাঁচবে । বাঁচবে আমাদের পৃথিবী । এবং তা আরও সুন্দর করে গড়ে উঠবে । ভরে থাকবে আলো । বিকশিত হবে স্নিগ্ধতা । কাউকে নোংরা করে কিংবা মেরে ফেলে নিজে বড় হওয়া যায় না । অন্যকেও মূল্য দিলে তাতে সুন্দরের পথটা আরও সুন্দর হবে , আরও সুগম হবে । এই তো চাই মানুষের কাছে । মানুষ হয়ে জন্মেছো , মানুষের মত বাঁচো ।– দেবাশীষ মল্লিক “
18 – 09 – 2017