” জীবনের জনপথে সবাইকেই হাটতে হয় । কেউ একা হাটে আবার কেউ কারো সঙ্গ দেয় । যে একা হাটে হয় সে সাধক অথবা অসহায় । আর যে সঙ্গ দেয় , সে সঙ্গ পায় বলেই সঙ্গ দেয় । এই জীবনে সবাই কিছু না কিছু পেতে চায় । যে পায় সে হাসিখুশি থাকে । আর যে হারায় সে দুঃখের সাথে জীবন কাটায় । সবাই আসলেতে সুখী হতে চায় । — দেবাশীষ মল্লিক “
30 – 09 – 2017