তাদের জন্য

” পৃথিবীটা বড়ো হয় শুধু তাদের জন‍্যে যার অর্থের দিপ্তিতে দীপ্তমান । আর যারা সাধারন তাদের দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকা দায় । অথচ পৃথিবীতে দিন দিন কত সাজসজ্জা , সাচ্ছন্দের নানান উপ করণ নিয়ে আসে । তাতে উচ্চ বৃত্ত মানুষের বিলাসকে আরও মসৃন এবং মনোরম করে তোলে । আর সাধারণ মানুষ আরও সাধারণ হয়ে যায় । –দেবাশীষ মল্লিক “

30-05-2018

Leave a Comment