” নিজের জন্য তুমি যেমন করে ভাবো , দেশের জন্যেও তেমন করে ভাবা দরকার । দেশটা অন্য কার ও নয় । দেশটা আমার । এ ভাবে যখন প্রত্যেকটি আমি দেশের ভাবনায় জুড়ে যায় তখন দেশ শক্তিশালি হয় । আর একটি শক্তিশালী রাষ্ট্র একটি শক্তিশালী মানব সমাজ । আর একটি শক্তিশালী মানব সমাজ একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে স্বক্ষম । অথচ আজ কাল লোক এখন আর দেশের জন্য এমন করে ভাবেনা । ব্যক্তিগত স্বার্থ চিন্তায় মানুষ আজ কাল এতটাই মশগুল যে তাদের কাছে দেশটা যেন কেবল ফয়দা তোলার জায়গা হিসাবে দাঁড়ায় । আর সেই ফয়দা লুটতে গিয়ে দেশকে বিপদের মধ্যে ঠেলে দেয় । দেশের জন্য কর্তব্য পালন না করে যখন সেই অধিকার ভোগ করতে চাই তখন আমি অন্যায় করি । আর সেই অন্যায়ের ফল শুধু আমি ন ই একটা গোটা দেশকে ভোগ করতে হয় । বলতেই পারো একা আমার কাজের জন্য পুরো দেশটার এতো বড়ো ক্ষতি কি করে হয় ? একাটা দেশের অধিকাংশ মানুষ যখন এক ই ভাবে ফয়দা তোলে তখন দেশটার অনেক বড়ো ক্ষতি হয় । একটা দেশের অধিকাংশ নাগরিক যখন দেশের হীতের বিপরীত পথে চলে তখন দেশটা ভিতর থেকে নষ্ট হয় । নষ্ট হয় দেশ প্রেম । নষ্ট হয় দেশের জন্য ভাবনার মূল্যবোধ । আর সে অবক্ষয়ের ফলে দেশের শাষণ ব্যবস্থা শিথিল হয়ে পড়ে । আর সেই সুযোগে দেশের চরিত্র পাল্টে যায় । –দেবাশীষ মল্লিক “
30-07-2018