” তুমি আমি মানেই দেশ এমনটা যেমন ঠিক, তেমনি আবার ঠিক নয়, তুমি আমি ক’জন? হাতে গোনা সমাজের একটা ভাগ মাত্র । অথচ এর বাইরে যে বৃহৎ পরিবার আছে তার কথা ভাবতে সময় পাইনা। পৃথিবীর প্রায় সমস্ত সম্পদ অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত। আর বাকি এই বৃহৎ সমাজ তার হাতের খেলার পুতুল মাত্র । তারা ইচ্ছে করে যেমন ঘোরায় আমরা তেমন করে ঘুরতে আজ বাধ্য । সম্পদের এই অসম বন্টন কেবল আজকের নয়, সেই সু প্রাচীন কাল থেকেই এই ব্যবস্থা, যা আজও চলছে। তাহলে আজ পর্যন্ত আমরা কতটা কি করতে পেরেছি । খুব একটা পেরেছি কি? আমার অন্তত তা মনে হয় না । আমরা কেবল দিনের শেষে ঘুমিয়ে পড়া সূর্যের মতন ম্লান আলোতে স্বপ্ন দেখে বাঁচার লোভ করে গেছি, বাঁচতে পারিনি। এমনকি আজও । বাঁচে তো তারাই যাদের হাতে মাত্রাতিরিক্ত ধন সম্পদ ; সমাজ এবং দেশ যাদের কুক্ষিগত । তুমি আমি দেশ হতে পারিনি আজও । – – দেবাশীষ মল্লিক “
24-02-2018