মনের রাজ্য

” প্রত‍্যেকটি মানুষের মনের মধ‍্যে একটি রাজ‍্য আছে , সে রাজ‍্যটি হল স্বপ্নের রাজ‍্য , সে রাজ‍্যটি হল মনের রাজ‍্য । মানুষ যখন সেই মনের রাজ‍্যে বিচরন করে তখন সে জাগতিক জীবনের সুখ দুঃখকে ভুলে দিয়ে মনের ইচ্ছে মতন সেই রাজ‍্যে বিচরন করে । বাস্তবের জীবনে সে যাযা করতে পারেনা এবং মনে মনে সে যা চায় তাই সে সেই রাজ‍্যে নিজেকে সাজায় । নিজেকে মনের মতন করে সাজায় । নিজেকে নিজের মনের মতন করে গড়ে । আর সে গড়তে পারার সুখটুকু সে তার মনের মধ‍্যে ধরে রাখে । মনের সেই ভাবনাটুকু তাকে অক্সিজন যোগায় তার প্রাণে । আর এই প্রাণ জীবনের সেই সুখটুকুতে বাঁচতে শেখে । মানুষ প্রতিদিন মনের রাজ‍্যে বিচরন করে এই জীবনের জাগতিক যত ঝড় ঝাপটাকে সামলে নিতে পারে । মানুষ মনে মনে সেই ভাবনাটুকুকে ভালোবাসে এবং বেঁচে থাকে । –দেবাশীষ মল্লিক “

04-11-2018

Leave a Comment