মূল্য

” নিজেকে যদি ভালো রাখতে পারি তাহলে অন‍্যের উপর নির্ভরশীল হওয়াটা মোটেই কাজের কথা নয় । আসলে যদি তুমি নিজেকে নিজেই সামলাতে পারো তাহলে অন‍্য কারো উপর মুখাপেক্ষি হয়ে না থাকাটাই ভালো । তাতে তোমার দক্ষতা বাড়বে । আর এক জন দক্ষ মানুষ মানেই শক্তিশালী । আর পৃথিবীটা শক্তিশালীদের জন‍্য । দুর্বল হয়ে বেঁচে থাকাটা অন‍্যায় । ঘোর অন‍্যায় । সেখানে তুমি তোমার যোগ‍্য মর্যাদা পাবে না । আর মর্যাদা হীনতার থেকে বড় কোনো দুর্বলতা আর নেই । নিজেকে যোগ‍্য করে তোলো । তাহলে বাকি পৃথিবীটা তোমাকে মূল‍্য দিতে বাধ‍্য । — দেবাশীষ মল্লিক “

14-04-2018

Leave a Comment