” মন্দকে মন্দ বলে যারা এড়িয়ে যায় , তারা ভালো কিছুতো করেই না বরং খারাপকে আরও খারাপ হতে সাহায্য করে । তাদের এই এড়িয়ে যাওয়া কিংবা চুপ করে থাকাটা দিন দিন মারাত্বক হয়ে ওঠে । এভাবে চলতে চলতে এমন একটা সময় আসে যখন সমাজ ব্যবস্থা চরমে ওঠে । তখন আইন করেও বেড়ে ওঠা অন্যায়কে কমানো যায় না । আর এর শুরুটা হয়তো খারাপ মানুষেরাই করেছে , কিন্তু এর পরিনামে চুপ করে থাকা মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় । সুতরাং প্রতিবাদি হয়ে উঠুন দেশ ও দশের স্বার্থে । দেখবেন সমাজ থেকে অন্ধকার দূর হবে । আর অন্ধকারকে দূর করতে না পারলে এক দিন তা আপনাকেই গ্রাস করবে এ কথা নিশ্চিৎ । সুতরাং মৌনতা ভেঙ্গে কথা বলে উঠুন , বাঁচান নিজেকে ।– দেবাশীষ মল্লিক “
16-08-2018