যুক্তি – তর্ক – মন

যুক্তি – তর্ক – মন

দেবাশীষ মল্লিক

কেউ নিজেকে তোমার সাথে যুক্ত করে
কেউ নিজেকে তোমার থেকে মুক্ত করে
আসলেতে সব সম্পর্কই ইচ্ছা অনিচ্ছার খেলা
কেবল মাত্র রক্তের সম্পর্ক ছাড়া ।
মনের সাথে সম্পর্ক নিয়ে যুক্তি তর্ক চলে
কখনো তর্ক জেতে আবার কখনো বুদ্ধি
আর যেখানে মনের প্রবেশ ঘটে
সেখানেতো যুক্তি তর্ক চলেনা
আর সেখানে যদি তর্কের বিসয় হয়ে ওঠে মন
তাহলে সেখানে ভালোবাসা চলে না ।
আসলেতে মনের যুক্ত করণ হল
সম্পর্কের প্রাণ ভ্রমরা
তাকে হারালে
ভালোবাসা টেকেনা ।
নিজেকে যুক্ত না করলে
ভালোবাসা সফল হতে পারেনা ।
ঝড় আসতে পারে যে কোনো সময়
তার জন‍্য তৈরি থাকতে হয়
বিশ্বাসের সাথে , দৃঢ়তার সাথে
তবেই ভালোবাসা মেলে
অন‍্যথায় সময়ের সাথে সাথে
সব কিছু ফিকে হয়ে যায় ।
05 – 10 – 2017

Leave a Comment