” যুদ্ধ সব কিছু শেষ করে দিতে পারে না ।
একদিকে যুদ্ধ চলতে থাকে ,
অন্য দিকে মানুষ বাঁচার জন্য রাস্তা খোঁজে ।
ভালোবাসা গড়ে ।
ভালোবাসে ।
চোখের জল মোছে ।
স্বপ্ন দেখে এক নতুন দিনের ।
আশা আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায় মানুষের চোখে ।
ধ্বংস কখনোই জেতে না ।
ভালোবাসা জেতে ।
বিশ্বাস জেতে ।
নির্ভরতা জেতে ।
যুদ্ধ এলে শিশুর হাসি বন্ধ হয় না ,
যুদ্ধ এলে ফুল ফোটা বন্ধ হয় না ,
যুদ্ধ এলে পাখির গান বন্ধ হয় না ।
যুদ্ধ কোনো দিনই এসব কিছুকে মন থেকে সরিয়ে দিতে পারে না ।
–দেবাশীষ মল্লিক “
13-12-2018