” অল্প সংখ্যক মানুষ চিরদিন অধিক সংখ্যক মানুষকে পরিচালিত করে । কিন্তু সেই স্বল্প সংখ্যক মানুষ যখন অনেক বেশি স্বার্থপর এবং লোভী হয়ে পড়ে তখন বিনাশ আরম্ভ হয় ।
সাধারণ হিসাবে সাধারণ মানুষ খুব অসহায় । এমন নয় যে তারা বোঝেনা , আসলে তাদেরকে কথার ছলচাতুরির মাধ্যমে বিশ্বাসের ফাদে ফেলে ভুল পথে চালিত করা হয় ।
তাই অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে রাজ করে , আর অধিকাংশ মানুষ তার করা ভুলের সাজা পায় । — দেবাশীষ মল্লিক “
07-08-2018