” সামাজিক ভাবে আজও আমরা সবাই শৃঙ্খলিত। কেউ ইচ্ছের কাছে, কেউ অধিকারের কাছে। কেউ কাউকে আজও ঠিক যথাযথ ভাবে মূল্যায়ন করেনা। অথচ আমাদের মাঝে শিক্ষার অভাব নেই। আজ আমরা বিদ্যালয় এবং সার্টিফিকেট গত ভাবে শিক্ষার তকমা আটা। আমাদের পোশাক আশাকে পরিবর্তন এসেছে। কিন্তু বুকের ভেতরটা সেই হিংস্রতায় ভরা। আমরা দিন বদলের সাথে বাইরেটাই শুধু বদলাতে পেরেছি। শিখে নিয়েছি রং বদলের কৌশল বেশ সুনিপুণ ভাবে। – – দেবাশীষ মল্লিক “
24-02-2018