শৈশব

শৈশব

দেবাশীষ মল্লিক

একটা গ্রামের মানুষ স্বপ্ন দ‍্যাখে এই শহর কলকাতার । কত কত উঁচু উঁচু দালান ঘর , কত কত আলো , লাল – নীল – হলুদ – সবুজ । হাজার ওয়াটের আলো । কত কত মানুষ জন , কত শত কোলাহল । কত রঙ্গিন জীবনের জলসা ঘর । আর ও যে কত কি ….

কিন্তু একটা শহুরে মানুষ কখনো কি স্বপ্ন দেখা , একটা খোলা মাঠ , আদিগন্ত সবুজ আর সবুজ । একটা চাঁদনি রাত , খোলা উঠোনে পূর্ণিমার আলো যেন বিছিয়ে দিয়েছে সব টুকু জ‍্যোৎস্না তার । কখোনো কি স্বপ্ন দ‍্যাখে গাছের ছায়ায় ক্লান্ত দুপুর ঝিম ধরে যায় । খোলা রোদ্দুরে বাতাসের গান । ধুলো মাখা পথে পায়ের ছাপ থেকে যায় । কে গেলো , কে এলো সব হিসাব থাকে তার ।

যদি থাকতো তাহলে –

পৃথিবীটা ফিরে পেতো তার হারানো শৈশব । আর সে কেবল যোবনবতীই হোতো না , হোতো সে শক্ত সামর্থ এক পরিপুষ্ট শেকড় , যার শিকলে বাধা পড়ে , আর সব ভুলে থাকা যায় , আর সব ভুলে যাওয়া যায় । এমনই প্রচন্ড ভালোবাসার জোর হোতো তার ।

অথচ আজও নিভৃতে কাঁদে পৃথিবীর শৈশব –

24-08-2018

Leave a Comment