সবাই যদি করে

” সবাই যদি সবার সমস‍্যার সমাধান করে তাহলে পৃথিবীতে সমস‍্যা বলে কিছু থাকেনা । কিন্তু সমস‍্যা যখন অর্থলাভের মাধ‍্যম হয়ে দাঁড়ায় তখন তাকে আরও বড়ো সমস‍্যার রুপ দিতে চায় । আর এই দিতে চাওয়ার মধ‍্য দিয়েই মানুষ স্বার্থানেষী হয়ে যায় । অথচ বিপদে আপদে একে অন‍্যের কাজে আসাটাই তো মনুষত্বের কাজ । মানুষ টাকার লোভে পড়ে মনুষত্বের এই মহান ধর্মকে ভুলে যায় । আর তার জন‍্য সেও কোনো না কোনো সময়ে সাজা পায় । সমস‍্যাটা হচ্ছে কেউ আজ , আর কেউ কাল । সাজা মানুষকে পেতেই হয় । –দেবাশীষ মল্লিক “

14-09-2018

Leave a Comment