স্বাধীনতা এবং তারপর

” দেশ স্বাধীন হয়েছে , দেশের সব মানুষ এখোনো স্বাধীন হয় নাই , হতে পারে নাই । দেশের বারোআনা মানুষ উদয় অস্ত গাধা খাটুনি খাটে শুধু বেঁচে থাকার রসদটুকু জোগার করার জন‍্য আর বাকি চার আনা মানুষ ঐ বারোআনার কঠোর পরিশ্রমের সম্পদে আয়েশ করে দিন কাটায় । দেশ তো স্বাধীন । কিন্তু ঐ চার ভাগ মানুষ স্বাধীনতার চাইতেও অনেক বেশি স্বাধীন । তাই দেশের স্বাধীনতার স্বাদ্ আজও ঘরে ঘরে পৌঁছায় নাই । আর তার জন‍্য তোমার নীরবতাও অনেকাংশে দায়ি । তুমি যদি জেগে উঠতে পারো তাহলে তারা পেতে পারে তাদের অধিকার । তাদের কাছে স্বাধীনতা পৌঁছে দেয়ার কাজটাকে যে দিন তুমিও নিজের কাঁধে তুমি নেবে সে দিন থেকে তারাও ফিরে পাবে তাদের যোগ‍্য অধিকার । তার জন‍্য তোমার ঘুম ভাঙ্গা দরকার । তোমার জেগে ওঠা দরকার । আর সেই দরকারটা যে দিন তুমি নিজের মধ‍্যে অনুভব করবে , এবং তা করতে উদ্দোগি হবে সেই দিন থেকে তারা পাবে তাদের যোগ‍্য অধিকার । আর তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশের পরিপূর্ণ স্বাধীনতা আসতে পারেনা ।– দেবাশীষ মল্লিক “

23-08-2018

Leave a Comment