হতে পারে না কি
দেবাশীষ মল্লিক
আমি পাথর হয়ে থাকতে পারবোনা
আমি তো ফুল হয়ে ফুটতে ভালোবাসি
জানি ফুলেদেরও ঝরে যাওয়া আছে
তাই বলে ফুল হয়ে ফুটবোনা
এমনটা হতে পারে নাকি
তুমি আমাকে যাই বলো
আমি ভালোবাসায় নিজেকে আবদ্ধ করে রাখি ।
ভালোবাসা ছাড়া জীবন বাঁচে নাকি –
17-02-2018