ধর্ম , কেন এত বিরোধ ? — ১
ধর্ম নিয়ে কেন যে মানুষের এতো মাতামাতি,কেন যে এতো বিরোধ , আমি তা কিছুতেই বুঝতে পারিনা । ধর্ম নিয়ে কেন যে এতো রেশারেশি , মানুষে মানুষে দ্বন্দ্ব , হিংসা , মারামারি , খুন , যখম , অত্যাচার , ধর্ষন , ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া , আরও কত কিছু , ধর্ম নিয়ে মানুষে মানুষে এত দ্বন্দ্ব , গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব , কাউকে জিজ্ঞাসা করলেই হল , তোমার ধর্ম কি ? সঙ্গে সঙ্গেই জবাব – আমি হিন্দু , আমি মুসলমান , আমি খ্রিষ্টান , আমি বৌদ্ধ , আর ও কত কি তার হিসেব করে বলা মুশকিল । মুসলিম হিন্দুকে ঘৃণা করে , হিন্দু মুসলিমকে হিংসা করে । মুসলিমরা হিন্দুদের মেয়েদের ইজ্জত লুঠ করে , ঘর বাড়ি জ্বালিয়ে তাদের ঘর ছাড়া করে , তাদেরকে মুসলিম করার চেষ্টা করে , নয়তো মেরে ফেলে । আচ্ছা , এতে কি তাদের ধর্ম বড় হয় ? ইসলাম শব্দের অর্থ শান্তি । কিন্তু এ ভাবে কি শান্তি আসবে ? মানুষকে হত্যা করে , মেয়েদের ইজ্জত নষ্ট করে ? এ আমি বিশ্বাস করি না । আর এক শ্রেণির অন্ধ আছে যারা হত্যা করে মুসলমানদের । আচ্ছা হত্যা আর ধর্ষন দিয়ে কি ধর্ম কোনো দিন বড় হতে পারে , না কি পারবে ? ধর্ম অবশ্যই পালন করতে হয় ,কিন্তু তাই বলে একে অন্যকে এ ভাবে মারপিট , আর হত্যা করলেই কি সেই ধর্ম বড় হয়ে যাবে ? আসলে পৃথিবীর যত ধর্ম আছে তার মূল সুর কিন্তু এক । আর তা হল মানুষে মানুষে সহাবস্থান , অর্থাৎ মনুষত্ব । পৃথিবীর প্রত্যেকটি ধর্মই শান্তির কথা , সহানুভূতির কথা বলে । কিন্তু যারা ধর্মকে বোঝেনা , ধর্ম কথার মানে বোঝে না তারা কেবল ধর্মের নামেই সব সামাজিক অত্যাচার করে । কিছু ধর্মের নাম দিয়ে বেঁচে থাকা মানুষ নিজেকে ধার্মিক জাহির করার জন্য মানুষে মানুষে খুনাখুনি বাঁধিয়ে তার নিজের ফয়দা তোলে । আর এক শ্রেণির মানুষ কিছু না বুঝে , শুনে , কেবল তাদের কথা শুনে ধর্ম নিয়ে যুদ্ধ করে আর মানুষ মারে আর নিজেরাও মরে । আর এই সব করার পিছনে যে সব নেতা তারা কিন্তু কেউ মরে না । বরং তাদের ব্যাঙ্ক ব্যালান্স , গাড়ি , বাড়ি , খাবার দাবার , আর সামাজিক প্রতিপত্তি দিন দিন ফুলে ফেঁপে ওঠে । তাদের জীবন শান্তিতে কাটে আর যারা এই সব নেতাদের কথা শুনে চলে তারা অকালে তাদের জীবনটা হারায় । আর সব নেতারাই এই চায় । বসে বসে শুধু বদ বুদ্ধি –
29-07-2015