আরও কিছু ভালো লাগে

আরও কিছু ভালো লাগে

দেবাশীষ মল্লিক

সমতায় ফেরেনা রোদ্দুর তবুও আলোর গান ভালো লাগে ,
ভালো লাগে রোদ্দুর , ভালো লাগে রোদ্দুরের রং ,
ভালো লাগে রোদ্দুরে উড়ে যাওয়া প্রজাপতি ,
তার রং দেখে মন আমার রঙে রঙে ভরে ওঠে ,
স্নিগ্ধ সে ডানায় স্বপ্নরা খেলা করে ,
খেলা করে এক অদ্ভূত মায়া মনের টানে ,
যেখানে নিজেকে বাঁধে ,
নিজেকে সাধে ,
আরও কিছু দিতে ,
আরও কিছু পেতে ,
যেখানে ভালোলাগা জেগে থাকে প্রকৃত প্রেমের স্পর্শে ,
যেখানে ভালোলাগা জেগে থাকে ইচ্ছে প্রেমের টানে ,
যেন ক্লান্তি নাই সেখানে ,
যেন সেখানে অনন্ত জীবন ,
যেন সেখানে পৃথিবীর সব সুখ ভীড় করে আছে।
আর সেই ভালোলাগাটুকু সম্বল করে আমি উড়ে যাই ,
যেখানে অনন্তের প্রেম মিশে থাকে সবুজ ঘাসের সাথে ,
যেখানে পৃথিবীর সব রং ভালোবাসার কথা বলে।

03-07-2018

ইচ্ছে করে

ইচ্ছে করে

দেবাশীষ মল্লিক

জল শুধু ছুঁয়ে যায় আমাকে ,
আর আমি নিজের মধ‍্যে ভেঙ্গে ভেঙ্গে পড়ি
আর গলে মিশে যাই , সময়ের চোরা স্রোতে ।
এই মন , এই ভালোলাগা , এই জ‍্যোৎস্না থাকবেনা জানি
তবুও ভালোবাসার অপেক্ষা নিয়ে বসে থাকি তোমাকে পেতে ।
আমি চাই তুমি বৃষ্টির মতন আমাকে ভেজাও ,
আমাকে ভেজাও , আমাকে ভেজাও ,
আমি যে ভিজতে চাই , তোমার সাথে ,
আমি যে বড়ো ভিজতে চাই ভালোবাসাতে ।
কোথা আছো হে মেঘ , হে আলো , হে অপেক্ষা ,
আমার যে বড়ো ইচ্ছে করে বাঁচতে ।
আমার যে বড়ো ইচ্ছে করে ভালোবাসতে ।

03-07-2018

বৃষ্টি ভেজা মন

বৃষ্টি ভেজা মন

দেবাশীষ মল্লিক

বৃষ্টিতো সেভাবেই ধরা পড়ে , যে ভাবে ভিজে যায় মন ,
কখনো তা সুখে , আবার কখনো তা দুঃখে ,
যখন কাছে থাকে প্রিয়জন , তখন বৃষ্টি মানে আনন্দ ,
তখন বৃষ্টি মানে চোখে চোখে ছুঁয়ে ফেলা দৃষ্টি ,
আর চারপাশে খুশির ঢল , তখন অনুভবে শিহরন ।
আর যখন দূরে থাকে প্রিয়জন তখন মন খারাপের মন ,
তখন তার কথা মনে পড়ে সারাক্ষণ ।
সে মনে পড়াতেও ভালোবাসা জেগে ওঠে ,
ভিজে যায় মন , ভেসে যায় মন তার টানে ,
কেবলি বারে বার জানতে ইচ্ছে করে ,
সে আছে কেমন ।

25-06-2018

যদি রাখো তাহলে

” তোমার ভালো মন্দ যদি কেবল মাত্র তোমার মধ‍্যেই সীমিত করে রাখো তাহলে ভালোবাসা শব্দটির কোনো অর্থ নেই , আর তেমন ভালোবাসার কোনো মানে নেই ।–দেবাশীষ মল্লিক”
11-04-2018

সমর্থন

” যে কাজে মনের সমর্থন নেই , তাতে আনন্দ যেমন নেই , তেমনি নেই সফলতাও । আর তা বোঝার পক্ষেও বোঝা হয়ে ওঠে ।–দেবাশীষ মল্লিক”
11-04-2018

যা সত‍্যি তা

” যা সত‍্যি তা কেবল মাত্র আজকের দিনের জন‍্য সত‍্যি নয় , তা প্রতিদিনের জন‍্যেই সত‍্যি । আর যা সত‍্যি নয় তা কেবল মাত্র সাময়িক সময়ের জন‍্য সত‍্য বলে প্রকাশিত হয় ।–দেবাশীষ মল্লিক”
11-04-2018

পার্থক‍্য

” সত‍্যি আর মিথ‍্যের মধ‍্যে প্রধান পার্থক‍্য হল , যা সত‍্যি তা চিরদিন সত‍্যি , আর যা মিথ‍্যা তা সাময়িক সময়ের জন‍্য সত‍্য বলে প্রচলন হয় ।–দেবাশীষ মল্লিক “
11-04-2018

কথা বলতে গেলে

” মিথ‍্যে কথা বলতে গেলে একটু ভেবে নিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে হয় , যাতে সত‍্যি বলে চালানো যায় । কিন্তু সত‍্যিটা অকপটেই দুম করে বলে ফেলা যায় ।–দেবাশীষ মল্লিক

11-04-2018

ততদূর বেঁচে থাকা

ততদূর বেঁচে থাকা

দেবাশীষ মল্লিক

আমি শব্দ কুহক
তুমি শব্দ দুহিতা
কবিতা আমাদের প্রেম
আর জ‍্যোৎস্না আমাদের ভালোবাসা ।
একই আকাশে প্রতিদিন আমাদের মিলন
একই বিন্দুতে আমাদের বেঁচে থাকা
আমরা আছি এবং থাকবো
পৃথিবীর গানে গানে
যত দূর মন আজ
ততদূর বেঁচে থাকা ।
17-03-2018

Alive to know

” You love me or not , I don’t know . But I’m still alive to know the life .–Debasish Mallick “
16-03-2018