যদি বলি
দেবাশীষ মল্লিক
যদি বলি আমি আছি
তুমি কি জানবে না কি জানবে না
যদি বলি আমি আছি
তুমি কি মানবে না কি মানবে না ।
জানা মানা এক যে নয়
সে তো তোমার ও জানা
তবে কেন অজানায় নিজেকে লুকিয়ে রাখা
অথবা রাখতে চাওয়া
সে কি অভিমান না কি ভালোবাসা ?
কথা মানে কি শুধুই কথা
না কি কথা রাখা
এ মন আজও তা জানলোনা ।
08-01-2018
Author Archives: DEBASISH MALLICK
ভালো – মন্দ
ভালো – মন্দ
দেবাশীষ মল্লিক
ভালোর কোনো ব্যাখ্যা নেই –
অধিকাংশই কেবল মাত্র ভালো বলে থেমে যায় ।
আর যা মন্দ তার ব্যাখ্যার যেন শেষ নেই
যে খুব একটা ভালো নয়
সেও যেন মন্দের ব্যাখ্যা দিতে লেগে যায় ।
11 – 12 – 2017
ভালোবাসা থাকবে
ভালোবাসা থাকবে
দেবাশীষ মল্লিক
কেউ এসে গোলাপ তুলে না ধরলেও
ভালোবাসা থাকবে ।
কেউ এসে হাত না বাড়ালেও
ভালোবাসা থাকবে ।
কেউ এসে নাম ধরে না ডাকলেও
ভালোবাসা থাকবে ।
কেউ হাসি হাসি মুখ করে না চাইলেও
ভালোবাসা থাকবে ।
কেউ এসে প্রেমে না পড়লেও
ভালোবাসা থাকবে ।
কেউ চোখে চোখ না রাখলেও
ভালোবাসা থাকবে ।
কেউ ভালো না থাকলেও
ভালোবাসা থাকবে ।
কেউ কথা না রাখলেও
ভালোবাসা থাকবে ।
ভালোবাসা মানুষের চিরন্তন প্রকৃতি
তাই ভালোবাসা থাকবে ।
11 – 09 – 2017
রুপ নয় গুণই শ্রেষ্ঠ
” যার রুপ আছে তার গুণ নেই , যার গুণ আছে তার রুপ নেই । রুপ আছে আবার গুণ ও আছে এমন মানুষ বিরল । রুপ প্রথমে বাড়ে তার পরে একটা স্তরে এসে কমতে থাকে । আর গুণ সে দিন দিন শুধু বাড়ে আর বেড়ে চলে । রুপ ধরা পড়ে চোখের নজরে আর গুণ ধরা পড়ে কাজে । রুপ ধরতে সময় লাগেনা , কিন্তু গুণ ধরতে হলে তার কাছে জেতে হয় , তার কাজ দেখতে হয় তার পরে ধরা পড়া । আমরা সাধারণ ত প্রথমটাতেই বেশি অভ্যস্ত হয়ে পড়ি । আর যখন তা করি তখন বেশ লাগে । কিন্তু ধীরে ধীরে তার পরে আগ্রহ কমতে শুরু করে । যার ফলে ব্যবধান বেড়ে ওঠার সম্ভাবনাই প্রবল হয়ে পড়ে । তার পরেও যেটুকু যা পড়ে থাকে সে কেবল কর্তব্যের দায়ে । সে দায় যারা মেনে নিতে পারে তারা একসাথে থাকে । আর যারা পারেনা তারা আলাদা হয়ে পড়ে । আর অন্য দিকে যারা গুণের পূজারী তারা যেহেতু গুণের পূজো করে তাই তাদের মধ্যে সদভাবের জায়গাটা চিরদিন খোলা থাকে । রুপ নয় গুণই শ্রেষ্ঠ ।–দেবাশীষ মল্লিক “
06 – 09 – 2017
Like everyone
” Every one demand , some one love me the best . Like every one I also demand the same . But if I am not ready to give the same then how can I ? Who can give love without the love get ? So , demand when you are ready to give them same . If you do it then you have the right to get . If you are not then if you demand love , may be you can get some but you can’t understand its value . Because when you give then you know how is love . And by return when you get then you can fell it and take it from the heart and in such kind of love make you proud . And you must enjoy it without any blem . So, give love and keep happy and make both of your happiness . And that kind of love never make you shame . — Debasish Mallick .”
D.M–01-10-2016
যুদ্ধ থামেনি আজও
যুদ্ধ থামেনি আজও
” যুদ্ধ শেষ হয়নি আজও । আদিম কালে মানুষকে যুদ্ধ করতে হত বন্য পশুদের সাথে । আর এই আধুনিক যুগে এসে সে যুদ্ধের বদল ঘটেছে । এখন সবচেয়ে বেশী যুদ্ধ করতে হয় মানুষ রুপী পশুদের সাথে । যারা আজ ছড়িয়ে আছে আমাদেরই আশে পাশে মানুষেরই ছদ্ম বেশে । তাই যুদ্ধ শেষ হয়নি আজও । আগে শত্রু চেনা খুব সহজ ছিলো আর আজ প্রকৃত শত্রু নির্বাচন করা দুর্সাদ্ধ । কেননা তারা দেখতে অবিকল মানুষেরই মত । তাই যুদ্ধ থামেনি আজও । –দেবাশীষ মল্লিক “
D.M–24-03-2016
বল কার জন্য ?
বল কার জন্য ?
দেবাশীষ মল্লিক
বল কার জন্য ,
আমার হৃদয় রক্তাক্ত করেছি বহূ বহূ বার,
বল কার জন্য ?
তোমাকে ভালোবাসি
সে কথা বলেছি অনেক
অনেক বার ;
হয়তো হাসি হাসি মুখ নয় আমার
মিথ্যাকে হাসি দিয়ে করতে জানিনা আড়াল ।
সে দোষ আমার ছিলো ।
অথচ তুমি বোঝোনি
বোঝোনি তা কোনো দিনও –
আসলে তা বুঝতে চাওনি কখনো ।
আর চাইবেই বা কেন
আমি তো মিথ্যে নই
অথবা মিথ্যার ।
আমার যা কিছু ছিলো
সব তোমাকে দিতে চেয়েছি
তা সে যত সামান্যই হোক না কেন ।
অথচ আমার সে কথা শুনে
তুমি কেবলি হেঁসেছো
আর আমাকে অবহেলা করে গেছো ।
আর সে অবহেলায় আমার হৃদয়
হয়েছে ক্ষত – বিক্ষত , রক্তাক্ত –
তবুও ভুল বুঝিনি,
ভুল বুঝতে পারিনি ।
অভিমান হয়েছে বহূবার
তবুও তোমাকে চেয়ে গেছি ।
আর তুমি সুখের জন্য
বিছিয়ে দিয়েছো তোমার শরীর
যে কেবল হাসি হাসি মুখ করে দিয়ে গেছে
মিথ্যের উপর মিথ্যে প্রোলোভোন
আর সে কেবল মিথ্যে আশা দিয়েই
তোমাকে করেছে ভোগ ।
আর যখন তোমাতে অরুচি হল
তখন ভুল দোষে তোমাকে বিদ্ধ করে
চলে গেছে সে অন্য কারও জন্য
যাকে তুমি বিশ্বাস করে গেছো
আর ভালোবেসেছো ।
আর আবারও তুমি সেই হাঁসি হাঁসি
মিষ্টি মিষ্টি কথা শুনে
অন্য কারও বুকে মাথা রেখেছো
আর নিজেকে সুখি করতে চেয়েছো
সেও সেই সুখপাখিটার মত
ভালোবাসার নামে
তোমার শরীর করেছে ভোগ ।
আর তার পর আবারও
সেই ঘটনারই পুনরাবির্ভাব
আর তুমি আজ –
না , থাক –
তোমাকে কিছু বলতে পারবোনা
তোমাকে আঘাত্ করা মানেই তো
আবার আমার হৃদয়েই রক্তক্ষরণ
তা আমি পারবোনা
সে যে আমারই ব্যর্থতারই কারণ
বল কার জন্য ?
D.M–07-04-2016
মাঝে মাঝে ইচ্ছে করে
” মাঝে মাঝে ইচ্ছে করে ভুলে যাই সব কিছু । এই যে জীবনের হাজারও পাওয়া না পাওয়া , এই যে ছোটো ছোটো ভুল , কিছুটা করে ফেলি আবার কিছুটা তার ঘটে যায় এমনিতেই এই সব নিয়ে যখন তাকিয়ে দেখি তখন দেখতে পাই আসলে আমার বলে কিছুই নেই । তবুও বাঁচার লোভ সামলাতে পারিনা বলে আবার বাঁচার জন্য ইচ্ছা প্রকশ করি আর বেঁচে থাকি । হয়তো বলতেই পারো এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাঁচার কোনো অর্থ নেই ।সে হতে পারে । তবু আমি বলি এটাই বাঁচার রুপ আর বেঁচে যে আছি সে আমি নিশ্চিত করে বলতে পারি । বেঁচে যদি না থাকতাম তাহলে নেই বলে এত দুঃখ হত না । আর হবে বলে এত আশা করার সাহস টুকুও বুকের মাঝে জুটতোনা । তাই বলি জীবন যে ভাবেই আছি না কেন তবুওতো আছি । হয়তো অর্থ নেই , সামর্থ নেই তবুও যে বাঁচার জন্য ইচ্ছা প্রকাশ করি সেই তো ঢের বেশী সুখ আমার নিজের কাছে । না আছো তুমি , তবু ক্ষতি কি , এ ভাবে যতদিন বাঁচি । –দেবাশীষ মল্লিক “
D.M–04-03-2016
অভিমানী
অভিমানী
দেবাশীষ মল্লিক
অভিমানী আর কত দুঃখ দিবি ?
অভিমানে দূরে গিয়ে
আর কত প্রেম শেখাবি ?
জীবনের সময় বড় অল্প
তবুও যদি সব কিছু জেনে শুনে
আমাকেই ভুলে থাকিস
তবে কি করে আমার কাছে আসবি ?
আমায় ভালোবাসবি ?
তাই আর অভিমান নয়
কাছে আয় , ভালোবাসি ।
D.M –17-12-2015
ভালোবাসার নদী
” দিন বদলের গানে গানে যদি ভালোবাসা নেমে না আসে তবে ভালোবাসা যায় না । ভালোবাসা এক নদীর মতন । যার যাওয়া আসা আছে । শুধু থেমে থাকা নেই । কখনো জোয়ার বাণে , আবার কখনো বা ভাটার টানে । শুধু সে থামতে জানে না । আর তার চঞ্চলতা কিছুতেই যেন বাঁধা মানে না । এরই নাম জীবন । এরই নাম কাছে আসা । এরই নাম যেন ভালোবাসা । যাতে শুকায় না ক্ষত , ফুরায় না আশা । কখনো থামে না সে সুর যে সুরে যাওয়া আসা । –দেবাশীষ মল্লিক “
D.M –17-12-2015