” যার অভাব আছে তাকে ভালোবাসলে নিজের অভাব থাকে না ।–দেবাশীষ মল্লিক “
D.M –17-12-2015
Author Archives: DEBASISH MALLICK
এবার বরং ফিরে এসো
এবার বরং ফিরে এসো
দেবাশীষ মল্লিক
এবার ভাঙ্গুক আমাদের ঘুম
আবার জাগুক আমাদের বোঝা পড়া
ভুল তো জীবনে হয়ই
হতেই পারে , হয়ও –
তাই বলে দূরত্ব মেপে মেপে
এড়িয়ে চলা,
এগিয় চলা
তবে কি আমরা ভালোবাসিনি পরস্পরে
এত দিন
তবে যে সব
ভাবতে পারছি না ,
আর কিছু ভাবতে পারছি না
গলাটা ধরে আসছে
ভয় হচ্ছে আমার
তবে কি তোমাকে হারালাম
হারিয়ে ফেললাম
আর তুমিও আমাকে
প্লিজ এভাবে বেঁচে থাকা অসম্ভব
যদি চাও গাল দাও, বকাঝকা করো
সেও অনেক ভালো
এই যে নিরবতা
এই যে ঠান্ডা যুদ্ধ
এই যে সম্পর্ককে ঠান্ডা ঘরে
পাঠিয়ে দেয়ার ব্যবস্থা
এ আর সহ্য হয় না ।
ভুল কার , তোমার না আমার ?
যারই হোক না কেন
ক্ষতি তো সেই
আমাদের ভালোবাসা ।
এবার রবং এগিয়ে এসো
শুরু হোক পথ চলা
শুরু হোক কথা বলা ।
D.M –17-12-2015
সেই বরং ভালো
সেই বরং ভালো
দেবাশীষ মল্লিক
তোমাকে প্রতি দিন ভালোবাসবো না
ভালোবাসবো মাঝে মাঝে দু এক দিন ।
প্রতিদিন ভালোবাসলে
ভালোবাসার আদর থাকে না ।
কোনো কিছুরই কদর থাকে না ।
সব কিছু কেমন যেন
একঘেয়ে হয়ে যায়
আর এই যাওয়াটাতেই
আমি যেতে চাই না ।
আমি চাই ভালোবাসা আমাদের মধ্যে
বাঁচুক আর বেড়ে উঠুক
বেড়ে উঠুক আর বাঁচুক ।
জীবনতো অনেক দিন
জীবনতো অনেক দিনের
সব কিছুকে এমন ভাবে
এক ঘেয়েমি করে তুললে
বাঁচবো কি ভাবে বল ?
বাঁচবে কিভাবে ভালোবাসা
বাঁচাবো কিভাবে এই বেঁচে থাকা
বেঁচে থাকার ইচ্ছা ?
তার চেয়ে বরং
মাঝে মাঝেই ভালোবাসবো
বাঁচাবো জীবন, জাগাবো আশা
আর
বাড়াবো ভালোবাসা ।
সেই বরং ভালো
মাঝে মাঝে কাছে আসা
আর
মাঝে মাঝে ভালোবাসা ।
D.M –17-12-2015
সম্পর্কে
” সম্পর্ককে ভালো রাখতে চাইলে আগে মনকে ভালো রাখতে হবে । মন ভালো না থাকলে সম্পর্কও ভালো থাকবে না । আর যারা মনের গুরুত্ব বোঝে না তাদের সাথে সম্পর্ক করার থেকে দূরত্ব বজায় রাখতে হবে । তাদের সঙ্গে কিছুটা মেলামেশা কিংবা কথা বলা যেতেই পারে কিন্তু মনে মনে সতর্ক থাকতে হবে । আর এই সতর্কতা অবলম্বন করতে না পারলে জীবনের সব চেয়ে বড় ক্ষতি হবে । — দেবাশীষ মল্লিক “
D.M–17-12-2015
Life and Rose
A rose
Two heart’s
Same feeling
One love
A life .
D.M -11/02/2015
Love world
” Today the total world is my love because I know you love me a lot, a lot’s of love for your all. —Debasish Mallick “
31/12/2014
Life song
” You are a singer and life is the song. When it pley the right sound then you become happy and when it is not then you become sad. But both of them is also the part of the life. — Debasish Mallick “
30/12/2014
Talk to
” When you are alone then love talk in your own mind.–Debasish Mallick “
30/12/2014
Very lucky
” Most of the people want you for their own. If any one want you for your own then you are very lucky. —Debasish Mallick “
28/12/2014
A good man do so
” A good man always fiend his/her own fault and never blem for the others.–Debasish Mallick “
Dec07/2013