” প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটি রাজ্য আছে , সে রাজ্যটি হল স্বপ্নের রাজ্য , সে রাজ্যটি হল মনের রাজ্য । মানুষ যখন সেই মনের রাজ্যে বিচরন করে তখন সে জাগতিক জীবনের সুখ দুঃখকে ভুলে দিয়ে মনের ইচ্ছে মতন সেই রাজ্যে বিচরন করে । বাস্তবের জীবনে সে যাযা করতে পারেনা এবং মনে মনে সে যা চায় তাই সে সেই রাজ্যে নিজেকে সাজায় । নিজেকে মনের মতন করে সাজায় । নিজেকে নিজের মনের মতন করে গড়ে । আর সে গড়তে পারার সুখটুকু সে তার মনের মধ্যে ধরে রাখে । মনের সেই ভাবনাটুকু তাকে অক্সিজন যোগায় তার প্রাণে । আর এই প্রাণ জীবনের সেই সুখটুকুতে বাঁচতে শেখে । মানুষ প্রতিদিন মনের রাজ্যে বিচরন করে এই জীবনের জাগতিক যত ঝড় ঝাপটাকে সামলে নিতে পারে । মানুষ মনে মনে সেই ভাবনাটুকুকে ভালোবাসে এবং বেঁচে থাকে । –দেবাশীষ মল্লিক “
04-11-2018
Author Archives: DEBASISH MALLICK
যুদ্ধ এবং জীবন
” যুদ্ধ সব কিছু শেষ করে দিতে পারে না ।
একদিকে যুদ্ধ চলতে থাকে ,
অন্য দিকে মানুষ বাঁচার জন্য রাস্তা খোঁজে ।
ভালোবাসা গড়ে ।
ভালোবাসে ।
চোখের জল মোছে ।
স্বপ্ন দেখে এক নতুন দিনের ।
আশা আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায় মানুষের চোখে ।
ধ্বংস কখনোই জেতে না ।
ভালোবাসা জেতে ।
বিশ্বাস জেতে ।
নির্ভরতা জেতে ।
যুদ্ধ এলে শিশুর হাসি বন্ধ হয় না ,
যুদ্ধ এলে ফুল ফোটা বন্ধ হয় না ,
যুদ্ধ এলে পাখির গান বন্ধ হয় না ।
যুদ্ধ কোনো দিনই এসব কিছুকে মন থেকে সরিয়ে দিতে পারে না ।
–দেবাশীষ মল্লিক “
13-12-2018
Time
” This is the one who is going to be in every day, speed, stability, unrest, talk, silence, smile, quirks, joke, joy, pain, failure, disappointment, desire, reluctance, love, promise, temperament, regrets, success, in there is a mind in the outside of everything ; if you do not find a little bit of mind, then you will be upset and life with all these . Sometimes give the mind a little time, try to understand it , what it want , what it say , what it understand , what it know , what it mean ; give it the time of thinking like a life ; after it want to know how it is, if it give back the answer – I am fine and love , then you will understand that you have your mind in the mind and it is fine and it love , love the true sense. This time, catch the hand of the close person, you will see the good sleep. — Debasish Mallik “
20-12-2018″
বাঁচিয়ে রাখা বেশি কঠিন
” স্বাধীনতা লাভ করা কঠিন ; কিন্তু তার চাইতেও অনেক বেশি কঠিন হল সেই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা ।–দেবাশীষ মল্লিক “
23-01-2019
About life
” Life is not about sorrow. No one is born to be sad only in life. Although most of the time in life is to spend through the sadness and the tragic situation. In most cases, the main reason of sadness is that people do not want to be alone, in his public, and he wants love. And when these two things are anti-contradictory, people are sad. And the one who can do equality between these two is only get the taste of happiness. — Debasish Mallick “
17-04-2019
হিংসা বা প্রতিহিংসার মধ্যে দিয়ে যারা জয়ী হতে চায়
” হিংসা বা প্রতিহিংসার মধ্যে দিয়ে যারা জয়ী হতে চায় , তারা মানবতা এবং ভালোবাসার কথা ভুলে যায় । আর সেই ভুলটার জন্য তারা মানুষের মনে বিভীষিকাময় একটা রুপ হিসাবে থেকে যায় । মানুষ তাদেরকে কলঙ্কিত অধ্যায় হিসাবে মনে করে গালাগাল দেয় ।–দেবাশীষ মল্লিক “
19-04-2019
যুদ্ধ সবাইকেই করতে হয়
” যুদ্ধ সবাইকেই করতে হয় । কেউ বাইরে বাইরে যুদ্ধ করে , কেউ ভিতরে ভিতরে যুদ্ধ করে । আবার কেউ বাইরে ভিতরে যুদ্ধ করে । — দেবাশীষ মল্লিক “
01-08-2019
কখনো থমকে যাবে না
” তুমি ভালোবাসো আর নাই বাসো জীবন কখনো থমকে যাবে না। হয়তো সাময়িক কিছু সময় খুব খারাপ লাগবে, কোনো কিছুতে মন বসবে না। বুকের মধ্যে হাহাকার করবে। সব সময় অস্থির লাগবে। নিজেকে খুব অসহায় লাগবে। জীবনের এই বেঁচে থাকাটা অর্থহীন এবং নিরর্থক বলে মনে হবে। এভাবেই একদিন একটু একটু করে ধীরে ধীরে আবার সব কিছু সহজ হতে শুরু করবে। আর আবার জীবন সেজে উঠবে নতুন করে নতুন ভাবে। এভাবেই জীবন চলে। এভাবেই জীবনের পথ ধরে সবাই হাটে। হাটতে হয়। বাঁচতে হয়। — দেবাশীষ মল্লিক “
09 – 08 – 2024
Necessary and need
” If you are not necessary then I’m not need. Necessary make needs and need make value. And value make you rich. –Debasish Mallick “
09 – 08 – 2024
To learn
” When you have the idea to look then you must learn many things.
— Debasish Mallick “
09 – 08 – 2024